Profile

আমার নাম সুজাতা পাল। আমার বাবার নাম স্বর্গীয় শ্রী সুনীল মণ্ডল, আমার মায়ের

নাম শ্রীমতি কৃষ্ণা মন্ডল। আমার এক ভাই আছে তার নাম শোভন দেব মন্ডল। আমার জন্ম হয়

সিউড়ি সদর হাসপাতালে ৩০/৫/১৯৮০ সালে রাত ১০ টা ৩৫ মিনিটে। আমি বহুলা শশী স্মৃতি উচ্চ

বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি ও রাণীগঞ্জ গার্লস কলেজ থেকে বি.এ পাস করি। ২০০২ এ আমার

দুর্গাপুরে অশোক পালের সাথে বিবাহ হয় উনি ডি.এস.পি তে কর্মরত। ২০০৪ এ আমার একটি পুত্র সন্তান

হয় তার নাম অনিরুদ্ধ, বর্তমানে সে বি.টেক প্রথম বর্ষে পড়াশোনা করছে এবং ২০১৮ সালে একটি কন্যা

সন্তান হয় তার নাম আরাধ্যার বর্তমানে নার্সারিতে পড়ছে। আমি আমার ১৬ বছর বয়স থেকে আমার

গুরুদেব শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ ভক্তিবিনোদ তীর্থঅবদূত- এর কৃপা লাভ করি উনাকে শিক্ষাগুরু রূপে পেয়ে।

গুরুদেবের কাছ থেকেই জেনেছি প্রথমে আত্ম কৃপা করতে হয় তারপর শাস্ত্র কৃপা, তারপর গুরু কৃপা,

তারপর ঈশ্বরীয় কৃপা। আমার জীবনে প্রথমে গুরু কৃপা লাভ হয়। আক্ষরিক অর্থে দীক্ষা

বা দীক্ষার প্রতিশ্রুতি না পেলে গুরুকরণ হয় না কিন্তু উনাকে জানার পর থেকে আমি উনাকে

গুরু রুপেই দেখতাম।উনার অপার কৃপাতে আমি ওনার সান্নিধ্য লাভ করি এবং বেদান্তের শিক্ষার

মাধ্যম পরম মুক্তি ও জ্ঞানেররাস্তাকে জানতে পেরেছি। এরপর বহু বছরের প্রতীক্ষার পর

২০২১ সালে ২১-এ নভেম্বর (৪ই অগ্রহায়ণ )দ্বিতীয়া তিথিতে খগেশ্বর শিব মন্দিরে গুরুদেবের কাছ থেকে

দীক্ষার প্রতিশ্রুতি পাই। এরপর অনেক অনেক বছরের প্রতীক্ষার পর

জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে আমার জীবনের সবথেকে শুভ মুহূর্তের আগমন ঘটে।

ঐদিন আমি আমার গুরুদেব শ্রীমৎস্বামী প্রজ্ঞানন্দ ভক্তিবিনোদ তীর্থঅবদূত- এর কাছ

থেকে বীজ ও গায়িত্রী দীক্ষা প্রাপ্ত হয়।উনার চরণে আশ্রয় পাওয়ায় হল আমারজীবনের সবথেকে বড় পাওয়া

Name

Sujata Paul

Father name

Sunil Mondal

Mother name

Krishna Mondal

Goutra

Shandilya

Time of birth

10:35 p.m

Birth date & tithi

30.05.1980( ১৬ জ্যৈষ্ঠ ১৩৮৭ )

Birth place

Siuri

Religion

Hindu

Detail address

8A/21 J.N Das Path, City center, Durgapur-16

Pincode

713216

Phone

7001665126

Whatapps

7001665126

Dikha protisruti date & tithi

21.11.2021 (৪ ই অগ্রহায়ন,১৪২৮, রবিবার, দ্বিতীয়া তিথি, রোহিনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ)

Dikha protisruti place

Khageswar,Birbhum.

BIJ & gayetri dikha date & tithi

17.06.2022( ২৬ জ্যৈষ্ঠ ১৪২৯, শুক্রবার, কৃষ্ণ তৃতীয়া)

BIJ & gayetri dikha place

Bahula

© Ratna Jyoti 2018. All rights reserved.