সন্ন্যাস/প্রব্রজ্যা
বিবিধ রকমের সন্ন্যাস/প্রব্রজ্যা দীক্ষা আছে।
যেমন বৈদিক, তান্ত্রিক, বৈষ্ণব, উদাসী।
এদের মধ্যে বৈদিক সন্ন্যাস সবচেয়ে প্রাচীন ও প্রসিদ্ধ।
উপনিষদে আছে, সূর্যদেব বৈদিক ব্রাহ্মণ সন্ন্যাসী দেখে পথ ছেড়ে দিয়ে বলেন,
ইনি আমার মন্ডল ভেদ করে পরব্রহ্মে মিলিত হবেন।
শ্রীমদ্ভাগবতে আছে, যে ব্রাহ্মণ ক্রমিক যোগসাধনার শেষে প্রব্রজ্যা অর্থাৎ সন্ন্যাস অবলম্বন করে পরিব্রাজন করেন, তিনি ইহলোকেই সমস্ত পাপ হতে বিমুক্ত হয়ে পরব্রহ্মে মিলিত হন।
শুভ মুহূর্তে যথাশাস্ত্র বিরজাহোমে শিখাসূত্রের আহুতি দানকে বৈদিক সন্ন্যাসাশ্রমে দীক্ষা আছে।
বৈদিক সন্ন্যাস:---উপনিষদের সেই শ্লোকটি উচ্চারণ:-------
"ষষ্টিং কুলান্যতীতাতি ষষ্টিমাগামিকানি চ। কুলানুদ্ধরতে প্রাজ্ঞ সন্ন্যাস্তমিতি যো বদেৎ।।"
অর্থাৎ যে প্রাজ্ঞ বলেন--আমি বৈদিক সন্ন্যাস নিয়েছি, তিনি অতীত ষাটকুল ও আগামী ষাটকুল উদ্ধার হবে।