আত্মহত্যা
খুনিরা বা হত্যাকারী ব্যাক্তিরা এমনিতেই পাষাণ ও মহাপাপ হৃদয় হয়। পৃথিবীর সব চাইতে পাষাণ ও মহাপাপ হৃদয় খুনি হল সে যে নিজেকে খুন করে। নিজেকে হত্যা করা পৃথিবীর সবচেয়ে বড়ো এবং কোটি হত্যা রুপি পাপ করা --তাই এই পাপের প্রায়শ্চিত্ত এর বিধান শাস্ত্রে নেই , তাকে কল্পকাল এই পাপের জন্যে ভুগতে হবে --এটাই শাস্ত্রের বিধান।
আমরা তো নিজেকে নিজে সৃষ্টি করি নি, নিজেকে নিজে ধ্বংস করার সাহস কোথায় পাবো?ধ্বংস করার অধিকার কেবল তারই আছে যে সৃষ্টি করেছে !!