“পীযূষ - আমার গোপাল গোবিন্দের প্রথম সন্তান”
আমার এই ফটোটা আমার গুরুদেব বড় করে বাঁধিয়ে লেমিনেশন করে তার বাড়িতে রাখতেন এবং ছোট করে পাসপোর্ট সাইজের উনার নিজের মানিব্যাগে চব্বিশ ঘন্টা নিজের সঙ্গে রাখতেন
গুরু কখনো শিষ্যের ফটো নিজের কাছে বা বাড়িতে লেমিনেশন করে রাখেনা কিন্তু আমার গুরুদেব আমাকে এতটাই ভালবাসতাম যে মানিব্যাগে পাসপোর্ট সাইজের ফটো রাখতেন এবং বড় ফটো লেমিনেশন করে বাড়িতে রাখতেন উনি যেখানে যেখানে যেতেন আমার এই ফটোটা কে মানিব্যাগ থেকে বের করে দেখিয়ে অন্যান্য ব্যক্তিকে বলতেন যে “আমার পীযূষ - আমার গোপাল গোবিন্দের প্রথম সন্তান”
আমার শিষ্য ঝুম্পা দেখে আমাকে জানান যে “আপনার এই ফটোটার সঙ্গে বৃন্দাবনের মন্দিরের কৃষ্ণের মূর্তির রূপের একদম হুবহু মিল আছে …. দেখলাম রূপের মিল আছে তাই দিলাম
