আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা AI রুপে শ্রী রামচন্দ্র
মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র বাস্তবিক রুপে দেখতে কেমন ছিলেন তাঁর একটি রূপরেখা দিয়েছে উন্নত আধুনিক বিজ্ঞানের আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা AI.... এই মহৎ প্রজেক্টের (ছবিটি নির্মানের) পেছনে দীর্ঘদিন ধরে কাজ করেছে চেন্নাই আই আই টির (IIT) একদল শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা।

বাল্মীকি রামায়ণ ও 'রামচরিতমানস' সহ বিভিন্ন গ্রন্থ এবং পু্ঁথিতে বর্ণিত বিবরণ অনুযায়ী 21 বছর বয়সের প্রভু শ্রী রামচন্দ্রের আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স( A.I.) প্রতিস্হাপিত ছবি এটি।