কার্তিকেয়
শুভ কার্তিক পূজা। কার্তিক মাসের সংক্রান্তিতে পূজিত হন দেবসেনাপতি কার্তিকেয়। তিনি হলেন শিব ও পার্বতীর জ্যেষ্ঠ পুত্র এবং গণেশ ও অশোক সুন্দরীর দাদা। তিনি যুদ্ধের দেবতা হিসেবে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী, অত্যাচারী তারকাসুরকে বধ করার জন্য তাঁর জন্ম হয়েছিল। তারকাসুর সহ আরো বিভিন্ন অত্যাচারী অসুরদের বধ করেছিলেন কার্তিক। ছয়জন কৃত্তিকার দ্বারা তিনি পালিত হয়েছিলেন বলে তার নাম কার্তিক। তিনি হলেন ছয় মুখ বিশিষ্ট,তাই তার অপর নাম ষড়ানন, স্কন্দ।
কার্তিককে চিরকুমার বলা হলেও তাঁর দুই পত্নী-- দেবসেনা ও বল্লী। ময়ূর তার বাহন।
ভগবান কার্তিক হলেন সৌন্দর্য, শক্তির প্রতীক। তাই তিনি দেবসেনাপতি। তিনি তীর,ধনুক, শক্তি অস্ত্র ধারণ করে থাকেন। দেবী দুর্গাকে দুর্গমাসুর বধে সাহায্য করেছিলেন কার্তিকেয়। দক্ষিণ ভারতে কার্তিককে মুরগান বলে ডাকা হয়। লোকাচার অনুসারে, নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তির জন্য কার্তিকের পুজো করে থাকেন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া সহ আরো বিভিন্ন জায়গার কার্তিক পুজো বিখ্যাত। বহু জায়গায় চার প্রহরে চার বার বা এক বারেও কার্তিকের পুজো হয়।
জয় দেবসেনাপতি কার্তিকেয়র জয়
সকলকে জানাই শুভ কার্তিক পূজার শুভেচ্ছা