গুরু সান্নিধ্যে শিক্ষা গ্রহণ এর সময়কাল
শাস্ত্র অনুসারে গৃহীদের জন্য গুরু সান্নিধ্যে শিক্ষালাভ অথবা গুরু-সঙ্গ সম্বন্ধীয় কিছু নির্দেশ:-
এক গ্রামস্থিথ শিষ্যস্ত্রিসন্ধ্যং প্রণমেদ গুরুম্
ক্রোশমাত্রস্থিতো ভূত্বা গুরুং প্রতিদিনং নমেৎ।
অর্দ্ধযোজনতঃ শিষ্যঃ প্রণমেৎ পঞ্চপৰ্ব্বসু।
এক যোজনামারভ্য যোজনদ্বাদশাবধিঃ
দূরদেশস্থিতঃশিষো ভক্তা তৎসন্নিধিং গতঃ।
তত্র যোজনসংখ্যোক্ত মাসেন প্রণমেদগুরুম্।
যদি দূরেচ চার্ব্বঙ্গি স্বগুরোর্ণগরং ভবেৎ।
বর্ষে বর্ষে চ কৰ্ত্তব্যং গুরোশ্চরণবন্দনম্।
এতেন একধা দক্ষিণায়ণে একধা উত্তরায়ণে কৰ্ত্তব্যম্।।
স্থানেরযদি দূরে চ চাৰ্ব্বঙ্গি স্বগুরোর্ণগরং ভবেৎ।
বর্ষে বর্ষে চ কৰ্ত্তব্যং গুরোশ্চরণবন্দনম্।
এতেন একধা দক্ষিণায়ণে একধা উত্তরায়ণে কৰ্ত্তব্যম্।।
অনুবাদ:- যদি নিয়তি বা ভাগ্যবশত শিষ্য যদি গুরুর কাছাকাছি একই গ্রাম বা একই শহরে বাস করে তাহলে তিন সন্ধ্যা অর্থাৎ সকাল- দুপুর ও সন্ধ্যা ( না পারলে কমপক্ষে দুই সময় ) গুরু সান্নিধ্যে শিক্ষালাভ অথবা গুরু-সঙ্গ করা শাস্ত্র অনুসারে অতি আবশ্যক । যদি নিয়তি বা ভাগ্যবশত শিষ্য যদি গুরুর বাসস্থানের এক ক্রোশ (1 ক্রোশ =2 মাইল= 3.24 কিমি ) মধ্যে শিষ্যের বাসস্থান হয় বা শিষ্য বাস করে তাহলে শিষ্যকে সারাদিনের মধ্যে কমপক্ষে এক সময় গুরু সান্নিধ্যে শিক্ষালাভ অথবা গুরু-সঙ্গ করা শাস্ত্র অনুসারে অতি আবশ্যক । যদি নিয়তি বা ভাগ্যবশত শিষ্য যদি গুরুর বাসস্থানের অর্ধ যোজন ( 0.5 যোজন= 2 ক্রোশ= 4 মাইল=4.48 কিমি ) মধ্যে শিষ্যের বাসস্থান হয় বা শিষ্য বাস করে তাহলে শিষ্যকে পঞ্চপর্বের মধ্যে তিথিতে ( পঞ্চপর্ব = অষ্টমী+চতুর্দশী+অমাবস্যা+পূর্ণিমা+সংক্রান্তি) কমপক্ষে এক সময় গুরু সান্নিধ্যে শিক্ষালাভ অথবা গুরু-সঙ্গ করা শাস্ত্র অনুসারে অতি আবশ্যক ।
যদি নিয়তি বা ভাগ্যবশত শিষ্য যদি গুরুর বাসস্থানের 1 যোজন থেকে 20 যোজন ( 1 যোজন= 4 ক্রোশ= 8 মাইল=12.96 কিমি ) ( Approx 13 Km -to- 260 Km ) এর মধ্যে শিষ্যের বাসস্থান হয় বা শিষ্য বাস করে তাহলে শিষ্যকে অর্ধ মাস অর্থাৎ 15 দিনের মধ্যে কমপক্ষে একদিন-এক সময় গুরু সান্নিধ্যে শিক্ষালাভ অথবা গুরু-সঙ্গ করা শাস্ত্র অনুসারে অতি আবশ্যক । যদি নিয়তি বা ভাগ্যবশত শিষ্য যদি গুরুর বাসস্থানের 20 যোজন থেকে 50 যোজন ( Approx 260 Km -to- 650Km ) এর মধ্যে শিষ্যের বাসস্থান হয় বা শিষ্য বাস করে তাহলে শিষ্যকে তিন মাসের মধ্যে কমপক্ষে একদিন-এক সময় গুরু সান্নিধ্যে শিক্ষালাভ অথবা গুরু-সঙ্গ করা শাস্ত্র অনুসারে অতি আবশ্যক । যদি নিয়তি বা ভাগ্যবশত শিষ্য যদি গুরুর বাসস্থানের 50 যোজন থেকে 100 যোজন ( Approx 650 Km -to- 1300Km ) এর মধ্যে শিষ্যের বাসস্থান হয় বা শিষ্য বাস করে তাহলে শিষ্যকে ছয় মাসের মধ্যে কমপক্ষে একদিন-এক সময় গুরু সান্নিধ্যে শিক্ষালাভ অথবা গুরু-সঙ্গ করা শাস্ত্র অনুসারে অতি আবশ্যক । আর যদি নিয়তি বা ভাগ্যবশত শিষ্য যদি গুরুর বাসস্থানের 100 যোজন এর বেশি ( Approx 1300Km+ ) শিষ্যের বাসস্থান হয় বা শিষ্য বাস করে তাহলে শিষ্যকে এক বছরের মধ্যে কমপক্ষে একদিন-এক সময় গুরু সান্নিধ্যে শিক্ষালাভ অথবা গুরু-সঙ্গ করা শাস্ত্র অনুসারে অতি আবশ্যক ।
[N.B: এক সময় = পক্ষে 2 থেকে 3 ঘন্টা ]