গ্রহ বীজ মন্ত্রঃ
গ্রহ বীজ মন্ত্রঃ
সূর্য্য মন্ত্র - ওঁ হ্রীং হ্রীং সূর্য্যায়ঃ। জপ সংখ্যা ৬০০০ বার। দেবতা-মাতঙ্গী। ধূপ-গুগুল। বার-রবিবার। প্রশস্ত- সকাল ১২ টা পর্যন্ত।
চন্দ্র মন্ত্র -- ওঁ ঐং ক্লীং সোমায়ঃ। জপ সংখ্যা ১৫০০০ বার। দেবতা-কমলা। ধূপ-সরলকাষ্ঠ। বার-সোমবার । প্রশস্ত-সন্ধা ৬-৯ পর্যন্ত।
মঙ্গল মন্ত্র - ওঁ হুং শ্রীং মঙ্গলায়ঃ। জপ সংখ্যা-৮০০০ বার। দেবতা-বগলামুখী। ধূপ-দেবদারু। বার- মঙ্গলবার। প্রশস্ত-সকাল ১২ টা পর্যন্ত।
বুধ মন্ত্র -- ওঁ ঐং স্ত্রীং শ্রীং বুধায়ঃ। জপ সংখ্যা-১০০০০ বার। দেবতা-ত্রিপুরাসুন্দরী। ধূপ-সমৃত দেবদারু। বার-বুধবার। প্রশস্ত-বেলা ১২টা পর্যন্ত।
বৃহস্পতি মন্ত্র - ওঁ হ্রীং ক্লীং হুং বৃহস্পতয়ে। জপ সংখ্যা-১৯০০০ বার। দেবতা-তারা। ধূপ-দশাঙ্গ। বার- বৃহস্পতিবার। প্রশস্ত-বেলা ১২ পর্যন্ত।
শুক্র মন্ত্র - ওঁ হ্রীং শুক্রায়ঃ। জপ সংখ্যা-২১০০০ বার। দেবতা-ইন্দ্র। ধূপ-গুগুল। বার-শুক্রবার। প্রশস্ত- সন্ধ্যাবেলা।
শণি মন্ত্র -- ওঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়ঃ। জপ সংখ্যা ১০০০০ বার। দেবতা-দক্ষিনাকালী। ধূপ-কৃষ্ণাগুরু। বার শনিবার। প্রশস্ত সন্ধ্যাবেলা।
রাহু মন্ত্র -- ওঁ ঐং হ্রীং রাহবে। জপ সংখ্যা-১২০০০ বার। দেবতা-ছিন্নমস্তা। ধূপ-দারুচিনি। বার-শনি/মঙ্গল বার।প্রশস্ত সন্ধ্যাবেলা।
কেতু মন্ত্র - ওঁ হ্রীং ঐং কেতবে। জপ সংখ্যা-২২০০০ বার। দেবতা-ধূমাবতী। ধূপ-মধূযুক্ত দারুচিনি। বার- শনি/মঙ্গল বার। প্রশস্ত সন্ধ্যাবেলা।
গ্রহপীড়া অনুসারে কী মন্ত্র জপ করবেন:
সূর্য মন্ত্র: ওঁ হ্রাং হ্রীং সঃ সূর্যায় নমঃ। অথবা ওঁ হ্রীং হ্রীং সূর্যায় নমঃ।
চন্দ্র মন্ত্র: ওঁ শ্রাং শ্রীং শ্রৌং সঃ চন্দ্রায় নমঃ। অথবা ওঁ এং ক্লীং সোমায় নমঃ।
মঙ্গল মন্ত্র: ওঁ ক্রাং ক্রীং ক্রৌং সঃ ভৌমায় নমঃ। অথবা ওঁ এং হ্রৌং শ্রীং প্রাং কং গ্রহাধিপতয়ে ভৌমায় স্বাহা।
বুধ মন্ত্র: ওঁ ব্রাং ব্রীং ব্রৌং সঃ বুধায় নমঃ। অথবা ওঁ এং স্ত্রীং শ্রীং বুধায়ঃ নমঃ। অথবা ওঁ হ্রাং কোং ডং গ্রহনায়ায় বুধায়।
বৃহস্পতি মন্ত্র: ওঁ গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ। অথবা ওঁ বৃহস্পতয়ে নমঃ। অথবা ওঁ হ্রীং শ্রীং ক্লীং এং গ্লৌং গ্রহাধিপতয়ে বৃহস্পতয়ে বীং ঠঃ শ্রীং ঠঃ এং ঠঃ স্বাহা।
শুক্র মন্ত্র: ওঁ দ্রাং দ্রীং দ্রৌং সঃ শুক্রায় নমঃ। অথবা ওঁ হ্রীং শ্রীং শুক্রায় নমঃ। অথবা ওঁ বস্ত্রংমে দেহি শুক্রায় নমঃ।
শনি মন্ত্র: ওঁ প্রাং প্রীং প্রৌং সঃ শনয়ে নমঃ। অথবা ওঁ এং হ্রীং শ্রীং শনৈশ্চরায় নমঃ। অথবা হ্রীং শ্রী গ্রহ চক্রবর্তিনে শনৈশ্চরায় ক্লীং এং সঃ স্বাহা।
রাহু শান্তি মন্ত্র: ওঁ ভ্রাং ভ্রীং ভ্রৌং সঃ রাহবে নমঃ। অথবা ওঁ ক্রোং ক্রীং হুং হুং টং মংক ধারিণে রাহবে রং হ্রীং শ্রীং মৈং স্বাহা। অথবা ওঁ এং হ্রীং রাহবে নমঃ।
কেতু শান্তি মন্ত্র: ওঁ স্রাং স্রীং স্রৌং সঃ কেতবে নমঃ। অথবা ওঁ হ্রীং কেতবে নমঃ। অথবা ওঁ হ্রীং ক্রূং ক্রুর রূপিণে কেতবে এং সৌং স্বাহা।