আজকাল দেখি প্রদীপ যেকোন দিকে মুখ করে জ্বালায় এটা কি হওয়া উচিৎ??????
দেব পূজায় দেবালয়ে পূর্ব ও উত্তর মুখে এবং পিতৃতকার্যে দক্ষিণ মুখে প্রদীপ প্রজ্জ্বলিত করিয়া রাখিতে হয়।...ইহা শাস্ত্রের বচন।
দিবষে পুর্বে।রাত্রীতে উত্তরে মুখ করে দিতে হবে।যুগ্ন সলতে দিয়েই প্রজ্বলিত করার নিয়ম।সঙ্গে একঠা শলাকাঠি প্রদীপের তৈলে দিয়ে রাখতে হবে,অর্ধেকটা বাহিরের দিকে থাকবে।এটাকে সাক্ষী বলে।। একমাত্র শিবরাত্রীতে একটা সলতে দিয়েই প্রজ্বলিত করার নিয়ম।
দ্বীপ প্রজ্জ্বলন মন্ত্র:
শুভং
করোতু কল্যাণম ,আরোগ্যং সুখ সম্পাদম
শত্রু বুদ্ধিবিনাশায় দীপজ্যোতি: নমোহস্তুতে
দীপজ্যোতি: পরমব্রহ্ম দীপজ্যোতি: জনার্দন :
দীপ হরতু মে পাপং,দীপজ্যোতি: নমোহস্তুতে।