30-05-2022(সোমবার বৈশাখী কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথিতে বৈদিক শাস্ত্রীয় পদ্ধতিতে ) চন্দ্রচূড় মন্দির ভগবান ভগবানশিবকে প্রণাম করে এবং অনুমতি ভিক্ষা করে মন্দির চত্বরে বিশেষ এক স্থানে যে চারজনকে বৈদিক মতে দীক্ষা প্রদান করে আমার গুরুমুখী জীবনের বিশেষ দায়িত্ব শুরু করেছিলাম- সেই চারজন এর মধ্যে এই নিচের দুটি শিশু তখন মায়ের গর্ভে ছিল,- গর্ভ অবস্থায় ক্রিয়াযোগের বিশেষ যৌগিক পদ্ধতি দ্বারা গর্ভ অবস্থার মধ্যেই যমজ শিশু দুটিকে আমি দীক্ষা প্রদান করে ছিলাম । ওই দুটি শিশু 10-08-2022 জন্ম নেয় এবং 24-10-2022 তারিখে আমার বাড়িতে তাদের বাড়ির সব লোক তার মা সবাই ওই আমার গর্ভস্থ দীক্ষা প্রদত্ত শিশু দুটিকে 2 মাস 14 দিন বয়সে আশীর্বাদ নেবার জন্য এসে আমার পায়ের কাছে রেখে আশীর্বাদ নিয়ে গেল- গর্ভাবস্থায় দীক্ষা দিলেও ওই দুটি শিশু জন্মের পূর্বে এবং জন্মের পরে অবশ্যই আমার শিষ্যত্ব অবস্থা প্রাপ্ত করেছে ।
21/07/2022 (বৃহস্পতিবার ) আষাঢ় কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে নিম্নলিখিত 9 জনের বীজ ও গায়িত্রী দীক্ষা হইলো ।
Place: Shyamarupa Mandir
1. Sanjoy Nandi
2. Protima Nandi
3. Abhijit Pal (Raju)
4. Sayantan Banarjee
5. Sharmistha Acharjee
6. Chandana Nandi
7. Chitralekha Kandar
8. Nabonita Maity
9. Chumki Pal
1.