সংখ্যাতত্ত্ব এমনই এক বিদ্যা
নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব এমনই এক বিদ্যা, যার যুক্তিকাঠামো একান্তভাবেই তার নিজস্ব। এই যুক্তি কাঠামোকে প্রয়োগ করেই নিউমেরোলজি জানায়, আমাদের চারপাশে ঘিরে সংখ্যারা আমাদের সম্পর্কে অনেক কিছুই বলে। এমনকী, এই সংখ্যাগুলির যথাযথ বিশ্লেষণ থেকে ভবিষ্যৎও জানা যায়।
‘৫’-এর ভাগ্য কেমন?
আপনার জন্মতারিখের যোগফল যদি ৫ হয়।
আপনার জন্মতারিখের যোগফল যদি ৫ হয়। যেমন ধরুন, আপনার জন্মতারিখ হল ৫, ১৪, ২৩। এগুলির প্রতিটির যোগফল হয় ৫।
১+৪= ৫
যদি আপনার জন্ম যদি এই তারিখগুলির মধ্যে কোনও একটিতে হয় তবে নতুন বছর আপনার জন্য বেশ সুখেরই হতে চলেছে। নতুন বছর আপনার জন্য আনন্দ এবং শান্তি বয়ে নিয়ে আসবে। যদি আপনার গাড়ি কেনার ইচ্ছে থাকে, তবে কিনে ফেলুন। আপনার আয়ও যথেষ্ট ভালই হবে এই বছর। যেহেতু আপনার আর্থিক দিক থেকে কোনও সমস্যা নেই, সেহেতু আপনি বেশি খরচ করতেই পারেন। তবে খরচে লাগাম লাগান। সঞ্চয়ে মন দিন। পারিবার থেকে প্রেমিক বা প্রেমিকা, দুই সম্পর্কই ভাল যাবে।
