ভাগ্য বা নিয়তি কি ??
যে যেমন কর্ম করবে তাকে সেরুপ কর্ম ফল ভোগ করতেই হবে! এটাই নিয়তির খেলা!
এখনকার কর্মই আপনার পরবর্তী জন্মে ভাগ্য বা নিয়তি রুপে ফিরে আসবে!
এই সমস্ত কর্ম ও কর্মফলের হিসাব যাকে সাধারণ লােক 'অদৃষ্ট লিখন' বা ‘নিয়তি বলে থাকেন।
শাস্ত্রে ইহাকেই প্রারাদ্ধ কর্ম বলে।