বৈদিক শাস্ত্রে নির্দেশ ও করণীয়
১৷ কখনো রুঢ় ভাষা প্রয়োগ করবে না ৷
২৷ অতিরিক্ত ঘুমাবে না বা জেগে থাকবে না ৷
৩৷ দাঁড়িয়ে প্রস্রাব করবে না এবং প্রস্রাব করার পর জল ব্যবহার করবে ৷
৪৷
পায়খানা করার পর স্নান করবে ৷
৫৷ কখনো কারো কিছু চুরি করবে না ৷
৬৷ কাউকে ব্যঙ্গ করবে না ৷
৭৷ মুখ না ঢেকে হাঁচ্চি বা হাই তুলবে না ৷
৮৷ বয়োজোষ্ঠ ব্যক্তির সামনে পা ছড়িয়ে বসবে না ৷
৯৷ কখনো কারো ক্ষতি করবে না বরং উপকার করার চেষ্টা করবে ৷
অসৎ শাস্ত্র পাঠ বা অধ্যয়ন করবে না ৷
১০৷ অন্ধ, বোকা, পীড়িত, কুৎসিৎ, খোড়া ও পতিত লোককে আঘাত করবে না ৷
১১৷ কোরা মাথায় আঘাত করবে না ৷
১২৷ কোলের উপর রেখে কোন কিছু খাবে না ৷
১৩৷ কেউ যদি অপমান করে, তাকে তিরস্কার করবে না বরং বোঝাবে, যদি না বোঝে তবে সেই স্থান ত্যাগ করবে ৷
১৪৷ খাওয়া বা পান করার জন্য ডান হাত ব্যবহার করবে ৷
১৫৷ কারো নিকট যাতে কোনরূপ অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখবে ৷
১৬৷ ঘুমাতে যাওয়ার পূর্বে হাত-পা ভাল করে ধোয়ে নিবে ৷
১৭৷ সকালে ঘুম ভাঙ্গার সঙ্গে শ্রীকৃষ্ণের নাম, মাতা, পিতা, গুরুকে প্রণাম করবে ৷
১৮৷ সকল রকম যৌন বাসনা ত্যাগ করবে ৷
১৯৷ কাউকে চরন স্পর্শ করে প্রণাম করবে না ৷
২০৷ মহিলারা মাতৃসুলভ আচরণ করবে ৷
২১৷ প্রতিদিন সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠবে ৷
২২৷ রাতে ছয় ঘন্টার বেশি ঘুমাবে না ৷
২৩৷ বামদিকে পাশ ফিরে অথবা চিৎ হয়ে শোবে কিন্তু কখনোই উবু হয়ে শোবে না
২৪৷ ভগবানের সমতুল্য কাউকে মনে করবে না ৷
২৫৷ অতিমাত্রায় ভোজন করবে না ৷
২৬৷ আমিষ আহার, নেশাদ্রব্য, অবৈধ স্ত্রী সঙ্গ, জুয়া খেলা বর্জন করবে ৷
২৭৷ প্রতিদিন মাতা পিতা ও আচার্যের সেবা করবে ৷
২৮৷ সন্ধ্যা বেলায় ভোজন, গমন ও নিন্দ্রা বা শয়ন করবে না ৷
২৯৷ ভোজনের পর স্নান করবে না ৷
৩০৷ সত্য কথা বলবে কিন্তু অপ্রিয় সত্য বলবে না।