বিষ্ণু পুরাণে ( ৬/৫/৪৭) বলা হয়েছে, এই ৬টি গুন বা ঐশ্বর্য হল-
১. সমগ্র ঐশ্বর্য ( সমস্থ রকম বিভূতি ),
২.
সমগ্র বীর্য (সমস্থ রকম আত্ম-পরমাত্ম-ব্রহ্ম শক্তি) ,
৩. সমগ্র যশ,(সর্ব অন্তঃকরণের সঙ্গে যুক্ত )
8 সমগ্র শ্রী ( ইছামাত্র সবাইকে পরম এর দ্বারা আকর্ষণ ) ,
৫.সমগ্র জ্ঞান, ( সৃষ্টি-স্থিতি-লয়-কালচক্র -আত্ম-পরমাত্ম-ব্রহ্ম সব রকম জ্ঞান)
৬.সমগ্র বৈরাগ্য ( চরম -পরম নিরাসক্তি সর্বদা অবস্থায় স্থিতি )
শাস্ত্রে আছে যে কোনো মানুষ মহা সাধনবলে আত্ম-পরমাত্ম-ব্রহ্ম জ্ঞান -ব্রহ্মস্থিতি লাভ কর নির্বীজ সমাধি লাভ করে এই ৬ টি ঐশ্বর্য লাভ করতে পারেন এবং ভগবান অবস্থা লাভ করতে পারে। যেমন :- ভগবান বুদ্ধ, ভগবান লোকনাথ, ভগবান সাইবাবা , ভগবান শ্যামাচরণ লাহিড়ী ,আরো অনেকে ইত্যাদি।